মাস লেভেলে করোনা

বাংলাদেশে কমিউনিটিতে মাস লেভেলে এখনো করোনা সংক্রমিত হয়নি সুতরাং আপনারা চিন্তা করবেন না, -এই IEDCR প্রতিষ্ঠানটি অকেজো ও অর্থহীন।

“বাংলাদেশের সরকার ব্যবস্থা করোনা থেকেও শক্তিশালী” – এসব বুলি আওরিয়ে আর লাভ নাই। মাস লেভেলে অনেকে করোনা ভাইরাস নিয়ে ঘুরে বেড়াচ্ছে, দ্রুত বিস্তার লাভ করছে। পরিস্থিতি ভয়াবহ খারাপের দিকে যাচ্ছে। ইতালি, স্পেন-এর মত ভুল করলে ওদের মত আমাদের কেও মাশুল দিতে হবে। ইতালি তে ইতিমধ্যে ৪,৮৬০ জন মারা গেছে। স্পেন কয়েক হাজার ছাড়িয়ে গেছে।

বাংলাদেশে করোনা রোগীর সংখ্যা মাত্র ২০ জন, তাই চিন্তার কারণ নাই!! টেস্ট কিট এর অপ্রতুলতা, নিরাপত্তা সরঞ্জাম এর অভাব, তাই স্বাভাবিক ভাবেই চিকিৎসক এর চিকিৎসা সেবা দিতে অনীহা। করোনা রোগী তো ওই ২০ জনই থাকবে। আরও ২ সপ্তাহ পরও ২০ জনই থাকবে।

ভ্যাক্সিন যেহেতু বের হয়নি, দ্রুত আসার সম্ভাবনা ও নাই, টেস্ট কিট এরও যেহেতু অপ্রতুলতা, তাই একমাত্র অবলম্বন হছে এর বিস্তারটি রুধ করা। সবাই ধর্মীয় গোঁড়ামি বাদ দিয়ে বাসায় থাকুন। ১৫ দিন – ১ মাস কষ্ট করে হলেও একদম বাসায় বন্ধি জীবনযাপন করুণ। পাবলিক গেদারিং, মসজিদে নামাজ ওয়াজ মাহফিল, ভোট, দাওয়াত খাওয়া, এসব বন্ধ করুন। সৌদি আরব পর্যন্ত মসজিদ বন্ধ করেছে। সবসময় সরকারকে দোষারোপ করেও খুব একটা লাভ নেই। এতো বিশাল জনসংখ্যার দেশে সরকারের একার পক্ষে এই দুর্যোগ মোকাবেলা করা প্রায় অসম্ভব।

টেস্ট কিট অপ্রতুল হলে, সামর্থ্যবানরা চলে যেতে পারবেন সিঙ্গাপুর এ প্রিলিমিনিয়ারি টেস্ট করানোর জন্য। গরীব অসহায় মানুষগুলোর সেই সামর্থ্য নাই। তাই আমাদের মধ্য দিয়ে যাতে একজন গরীব বয়স্ক মানুষের মধ্যে না ছড়ায় সেই দায়িত্ব আমাদের মধ্যেও বর্তায়।

পাশের দেশসহ আক্রান্ত সব দেশ লকডাউন হচ্ছে। আমাদের কেও দ্রুত সিধান্ত নিতে হবে। চারদিকে ভয়াবহ ভাবে ছড়িয়ে পড়ার আগেই, দয়া করে যত দ্রুত সম্ভব, সারাদেশ লকডাউন করুন।

লকডাউন এ যদি কাজ না হয়, সামরিক বাহিনী নামান। মানবিকতা পরে হবে। আগে জীবন বাঁচান।

#COVID19, #GoForLockDown, #WashHandsFrequently, #BeUnsocial

Leave a Reply