প্রেমের আতর চন্দন লোভা,
শুঁয়া চোখে এঁকে,
প্রানের পাখি উড়াল দে রে,
দেহ খাঁচা থেকে।
এত কষ্ট কেন এই জীবনে, বিধি কইয়া যা?
মাটিরে তুই শাত- ক রেখা,
আমার মাটির দেহ,
বুঝব পেলাম মরার আগে,
কারও আদর স্নেহ,
এত কষ্ট কেন এই জীবনে, বিধি কইয়া যা?
বইয়া যারে চোখের পানি, চোখে বইয়া যা,
বইতে বইতে চক্ষু আমার নদি হইয়া যা,
আর সেই নদিরও জলে আমার জীবন লইয়া যা।